Views Bangladesh Logo

১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ১৮ জুলাই দিনটিকে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৩০ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে শফিকুল আলম লেখেন, “সরকার ১ জুলাই থেকে ‘জুলাই মাসের’ বিভিন্ন দিবস উদযাপনের জন্য অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশ করতে যাচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে ১৮ জুলাই সম্পূর্ণভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সাহসী প্রচেষ্টার জন্য উৎসর্গ করা হয়েছে।” তিনি সবাইকে মঙ্গলবার (১ জুলাই) অফিসিয়াল ক্যালেন্ডার প্রকাশের দিকে নজর রাখার আহ্বান জানান।

এ ছাড়া ওই পোস্টে সম্প্রতি চলমান পরিস্থিতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়েও মন্তব্য করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি লেখেন, “বলা হচ্ছে মব তৈরি হচ্ছে। আমি এটাকে মব বলছি না, বলছি প্রেসার গ্রুপ। এ গ্রুপ তৈরি হচ্ছে আগের সাংবাদিকতার ব্যর্থতার কারণে। গত ১৫ বছরে তাদের ন্যূনতম সিভিল লিবার্টি রাখা হয়নি। এতে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।


এখন তাদের যে উদ্বেগ—গত বছরের ২৮ জুলাই বাংলাদেশের শীর্ষ সাংবাদিকরা শেখ হাসিনাকে বলেছিলেন ‘এদের খুন করেন’, ‘পুলিশ কেন গুলি করছে না’, তখন তো কেউ কিছু বলেনি। অথচ তারা দেশের শীর্ষ সাংবাদিক, শীর্ষ মিডিয়া হাউসের প্রতিনিধি। এখন এই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই এই প্রেসার গ্রুপ তৈরি হচ্ছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ