বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে: চিকিৎসক
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমনের (১৯) মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণে-এমনটাই জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকেরা। শুক্রবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়।
ফরেনসিক বিশেষজ্ঞ ডা. কফিল উদ্দিন জানান, তাওসিফের ডান উরু, পা ও বাহুতে ধারালো অস্ত্রের আঘাত ছিল এবং এই স্থানগুলোর রক্তনালী কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এছাড়া গলায় নরম কাপড়ের চাপের মতো দাগ পাওয়া গেছে, যা শ্বাসরোধের চেষ্টার ইঙ্গিত দেয়। তবে মৃত্যুর মূল কারণ নয় বলে তিনি জানান।
ময়নাতদন্ত শেষে তাওসিফকে দাফনের জন্য জামালপুরে গ্রামের বাড়িতে নেওয়া হয়।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়া বাসায় খুন হন তাওসিফ। এ সময় আহত হয়ে হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে হাসপাতালের চিকিৎসক শংকর কুমার বিশ্বাস বলেন, তাওসিফের মা তাসমিন নাহার লুসী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কামুক্ত ও উন্নতির দিকে। এ ছাড়া, ধস্তাধস্তিতে হামলাকারী নিজেও আহত হয়ে হাসপাতালে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে