Views Bangladesh Logo

আওয়ামী লীগের সন্ত্রাসীদের জামিনের জন্য বিচারপতিরা দায়ী: আইন উপদেষ্টা

ওয়ামী লীগের কিছু সন্ত্রাসীর জামিন হওয়ার জন্য বিচারপতিরাই দায়ী বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এসব ক্ষেত্রে প্রধান বিচারপতির দায়িত্ব ছিল সংশ্লিষ্ট বিচারপতিদের অপসারণ করা। আওয়ামী লীগের শাসনামলে প্রধান বিচারপতির ভূমিকা নিয়ে সমালোচনা করা হলেও এখন সে বিষয়ে কেন কথা বলা হচ্ছে না—এ প্রশ্নও তোলেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাজনৈতিক দল, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে আয়োজিত এক সংলাপে এসব কথা বলেন আইন উপদেষ্টা।

হাইকোর্টে আসামিদের জামিন দেওয়ার ঘটনায় আইন উপদেষ্টাকে দায়ী করা হচ্ছে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকারের রায় বাতিলের সময় তৎকালীন প্রধান বিচারপতি খায়রুল হক কি আইনমন্ত্রীকে দোষ দিয়েছিলেন? কিংবা শামসুদ্দিন মানিকের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য কি আইনমন্ত্রীকে দায়ী করা হয়েছিল? তাহলে এখন এমন বিষয়ে আইন উপদেষ্টাকে দোষারোপ করা কেন, যেখানে তার কোনো সংশ্লিষ্টতাই নেই এবং কিছু করার সুযোগও নেই।

নিজেকে দোষারোপের পেছনে দুটি কারণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রথমত, এতে ভিউ বাড়ে, ব্যবসা ও মনিটাইজেশন হয়। দ্বিতীয়ত, একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাকে দুর্বল করার চেষ্টা চলছে বলে দাবি করেন আসিফ নজরুল।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের অন্তত তিন থেকে চারজন উপদেষ্টা বিভিন্ন সময়ে পদত্যাগ করতে চেয়েছিলেন। কারণ হিসেবে তিনি বলেন, অব্যাহত অন্যায় আক্রমণ, সমালোচনা, অশ্লীল গালাগালি ও প্রাণনাশের আশঙ্কার মধ্যে কাজ করা অত্যন্ত কষ্টকর। তবে প্রধান উপদেষ্টার অনুরোধে সবাই দায়িত্বে থেকে কাজ করে যাচ্ছেন।

আসিফ নজরুল বলেন, যতদিন বাংলাদেশে থাকবেন, ততদিন সব প্রশ্নের জবাব দেবেন এবং দায়িত্ব পালন করে যাবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ