Views Bangladesh Logo

জাকসুর ভোট গণনা স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গণনা প্রক্রিয়া ওএমআর নাকি ম্যানুয়াল পদ্ধতিতে চলবে, তা নির্ধারণে রিটার্নিং কর্মকর্তাদের জরুরি বৈঠক চলছে।

বৈঠক শেষে সিদ্ধান্ত জানানো হবে। যদি ওএমআর পদ্ধতিতে গণনা না হয়, তবে বাকি তিনটি হলে ভোট গণনা স্থগিত থাকবে। ম্যানুয়াল গণনা পদ্ধতিকে ঘিরে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। যদিও ওএমআর মেশিনে ভোট গণনার কথা ছিল, ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে ম্যানুয়াল পদ্ধতিতে গণনা শুরু হয়।

ফলে নির্বাচনের প্রায় ২০ ঘণ্টা পরও হল সংসদের ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন কমিশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ