জাকসু নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন
বিভিন্ন বিশৃঙ্খলা ও অভিযোগের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে স্থাপিত ২২৪টি বুথে ভোট অনুষ্ঠিত হয়।
ভোটকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল কঠোর নিরাপত্তা। শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয় ১ হাজার ৫৩৪ জন পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাস ও আশপাশে অবস্থান নিয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলার প্রস্তুতি নেন।
নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে চলাচলে আনা হয় নিয়ন্ত্রণ। ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত মীর মশররফ হোসেন হল সংলগ্ন গেট ও প্রান্তিক গেট ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশদ্বার বন্ধ রাখা হয়।
এ ছাড়া ১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ক্যাম্পাসের ভাসমান দোকান, টারজান পয়েন্ট ও পুরাতন পরিবহন চত্বর সংলগ্ন দোকান, নতুন কলা ভবনের পাশে মুরাদ চত্বরের দোকান, প্রান্তিক গেটের উত্তর পাশের কাপড়ের মার্কেট এবং প্রধান গেট সংলগ্ন দোকান বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়। তবে আবাসিক হলের ক্যান্টিন ও প্রয়োজনীয় দোকান খোলা রাখা হয় এবং যথেষ্ট খাবার মজুত রাখার নির্দেশ দেওয়া হয়।
শৃঙ্খলা রক্ষায় ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১২ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে নিরাপত্তা, পানি, বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট সেবার কাজে ব্যবহৃত মোটরসাইকেল এর বাইরে রাখা হয়। এ সময়ে শুধু শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের গোলাকার স্টিকারযুক্ত যানবাহন এবং নির্বাচন কমিশনের স্টিকারযুক্ত গাড়ি প্রবেশের অনুমতি পায়। স্টাফ বাসগুলো কেবল প্রান্তিক গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে