জাকসু নির্বাচন: পাঁচ হলের ফলাফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। ২১টি হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা সম্পন্ন হয়েছে। এর ফলে এখন পর্যন্ত পাঁচটি হলের ভিপি, জিএস ও এজিএস পদের ফলাফল জানা গেছে।
মীর মশাররফ হোসেন হলে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জুবায়ের শাবাব, যিনি পেয়েছেন ১৯১ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯২ ভোট পেয়ে শাহরিয়া নাজিম রিয়াদ এবং এজিএস পদে ১৭৯ ভোট পেয়ে আরাফাত নির্বাচিত হয়েছেন।
শহীদ সালাম-বরকত হলে ভিপি পদে নির্বাচিত হয়েছেন ৪৯তম ব্যাচের রসায়ন বিভাগের মারুফ এবং জিএস পদে মাসুদ রানা।
১০ নম্বর ছাত্র (সাবেক মুজিব হল) হলে ভিপি পদে আসিফ মিয়া, জিএস পদে মেহেদি হাসান এবং এজিএস পদে নাদিম মাহমুদ নির্বাচিত হয়েছেন।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে ভিপি পদে রাকিবুল ইসলাম, জিএস পদে আলী আহমদ এবং এজিএস পদে লাবিব জয়ী হয়েছেন।
এছাড়া আ ফ ম কামালউদ্দিন হল সংসদে ভিপি পদে জয় পেয়েছেন দর্শন বিভাগের জিএম রায়হান কবীর।
এদিকে ভোট গণনার পর নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদগুলোতে মোট ৩৪০টি পদের জন্য ৬২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ১৩১টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং ৬৮টি পদ শূন্য রয়েছে। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয় এবং তা বিকেল ৫টা পর্যন্ত চলে। যদিও কিছু কেন্দ্রে সন্ধ্যার পরেও ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ চলাকালে নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা এবং নানা অনিয়মের অভিযোগ ওঠে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে