জাকসু নির্বাচনের ফল ঘোষণা সন্ধ্যা ৭ টায়: সিইসি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান।
বর্তমানে ভোট গণনা চলছে, এরই মধ্যে ২১টি হলের মধ্যে ১৮টির গণনা সম্পন্ন হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রশিদুল আলম এর আগে আশা প্রকাশ করেছিলেন যে ফলাফল দুপুর ২টার মধ্যেই ঘোষণা করা সম্ভব হবে।
তিনি বলেন, 'তবে ভোট গণনায় বিলম্ব হওয়ায় ফলাফল ঘোষণার সময় সন্ধ্যার দিকে পিছিয়ে গেছে।'
প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু সহ-সভাপতি (ভিপি) পদে শিবির-সমর্থিত প্যানেলের প্রার্থী আরিফ উল্লাহর চেয়ে এগিয়ে রয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে কয়েকটি কেন্দ্রে বিঘ্ন ঘটায় কিছুটা বিলম্ব হয়েছিল।
ভোটগ্রহণ শেষে শিগগিরই গণনা শুরু হলেও যুক্তিসঙ্গত সময়ের মধ্যে প্রক্রিয়া শেষ করতে না পারায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তীব্র সমালোচনার মুখে পড়েছে।
আজ পর্যন্ত এখনো ৩টি হলের গণনা বাকি রয়েছে।
দীর্ঘসূত্রিতার কারণে শিক্ষার্থীদের পাশাপাশি পর্যবেক্ষকরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং নির্বাচন পরিচালনার দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে