Views Bangladesh Logo

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

হুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ কার্যক্রম শুরু করে নির্বাচন কমিশন।

এর আগে দুপুর আড়াইটার দিকে ভোট গণনা সম্পন্ন হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর থেকে গণনা শুরু হয়।

ভোট গণনা শুক্রবার বিকাল পর্যন্ত টানা চললেও নির্বাচন কমিশন জরুরি বৈঠক ডেকে তা সাময়িকভাবে স্থগিত করে। সেদিন সন্ধ্যা সাড়ে ৭টায় পুনরায় গণনা শুরু হয়। যদিও ওই রাতেই ফল প্রকাশের কথা ছিল, পরে দুই দফায় সময় বাড়িয়ে শনিবার সন্ধ্যার মধ্যে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন এবং ছাত্র ভোটার ৬ হাজার ১৫ জন। মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে প্রায় ৬৮ শতাংশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ