Views Bangladesh Logo

ভোটে কারচুপি প্রমাণিত হলে পদত্যাগ করবেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অধ্যাপক মো. মনিরুজ্জামান ঘোষণা দিয়েছেন, ভোট বা ব্যালট কারচুপির অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। যদি কেউ কারচুপি বা জাল ভোট প্রমাণ করতে পারেন, তাহলে আমি পদত্যাগ করব। এমনকি আমার পেনশন সুবিধাও নেব না’।

গণমাধ্যমের উদ্দেশে সিইসি আরও বলেন, ‘যারা নির্বাচন বর্জন করেছেন, তারা ব্যক্তিগত ইচ্ছায় তা করেছেন। এর সঙ্গে নির্বাচন কমিশনের কোনো সম্পর্ক নেই। গণতন্ত্রে, কেউ কেউ বর্জন করতে পারেন, যখন অন্যরা অংশ নেন, এটি তাদের অধিকার’।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের বিষয়ে অধ্যাপক মনিরুজ্জামান বলেন, ‘আমরা এখনো তার কাছ থেকে কোনো পদত্যাগপত্র পাইনি। তাই, এ বিষয়ে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই’।

তিনি আরও উল্লেখ করেন, ‘ভোট গণনার সময় আমরা লাভ-ক্ষতির হিসাব করছি না। জাকসুর নিজস্ব নিয়ম রয়েছে এবং আমরা কেবল সেগুলোই অনুসরণ করছি’।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটারের ছয় হাজার ১১৫ জন ছাত্র এবং পাঁচ হাজার ৭৮২ জন ছাত্রী। প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ২১টি হলের সবগুলোরই ভোট গণনা শেষ হয়েছে। সন্ধ্যা সাতটার মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করতে আশাবাদী নির্বাচন কমিশন।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ