ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে যুবলীগ নেতা আটক
ছাত্র হত্যাকাণ্ডের মামলার আসামি ও যুবলীগ নেতা ইয়াসিন শরীফ মজুমদারকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় পরিদর্শনের সময় আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটের দিকে তাকে আটক করা হয়।
আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ধানমন্ডি ৩২-এর ঐতিহাসিক ভবনটি ভেঙে ফেলার পর সেখানে পরিদর্শনে গিয়েছিলেন তিনি। কয়েক মাস আগে শেখ হাসিনা দেশত্যাগ করার পর থেকে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভবনটি গুঁড়িয়ে দেয়া হয়।
পুলিশ জানায়, ইয়াসিন শরীফ ধানমন্ডি লেকের পাশে কয়েকজনকে নিয়ে আড্ডা দিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধানমন্ডি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিনের নেতৃত্বে ধানমন্ডি পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম ইয়াছিন শরীফ মজুমদারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি ইয়াছিন শরীফ।
ইয়াসিন শরীফ উপজেলা যুবলীগের আহ্বায়ক ছাড়াও পরশুরাম উপজেলা বিআরডিবির চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং পশুরাম পৌরসভা, মির্জানগর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) ছিলেন। সে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদারের ভাতিজা ও মেয়ের জামাতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে