Views Bangladesh Logo

টুঙ্গিপাড়ায় দল ছাড়ার ঘোষণার দুই ঘণ্টা পর যুবলীগ নেতা গ্রেপ্তার

ল থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার দুই ঘণ্টা পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম লেলিন সাহা (৩৬)। তিনি টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। উপজেলার পাটগাতী গ্রামের বাসিন্দা তিনি।

পুলিশ জানায়, শনিবার দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা। এরপর তিনি স্থানীয় পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে যান।

অনুষ্ঠান শেষে বেলা ২টার দিকে বাজার এলাকা থেকে বের হওয়ার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের একটি মামলায় লেলিন সাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের হেফাজত থেকে আওয়ামী লীগের এক কর্মীকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি সরকারি গাড়ি ভাঙচুর করা হয়। ওই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীদের সম্পৃক্ততা পাওয়া যায়। তদন্তে লেলিন সাহার জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে লেলিন সাহা সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ