যশোরে যুবলীগ কর্মীকে গলা কেটে হত্যা
যশোরের কাশিমপুর ইউনিয়নে এক যুবলীগ কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মীর নাম রেজাউল ইসলাম (৫০)। তিনি একই গ্রামের গোলাম তরফদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় অজ্ঞাতনামা একদল ব্যক্তি জোরপূর্বক বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির কাছেই দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে তার মরদেহ ফেলে রেখে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, রেজাউল যুবলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং তাকে স্থানীয় পর্যায়ের নেতা হিসেবে গণ্য করা হতো।
তবে সংগঠনে তার পদ কী ছিল, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। মারা যাওয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল বলেও জানা গেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ক্রমবর্ধমান সহিংসতা ও নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
এ ব্যাপারে যশোরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ‘পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে