Views Bangladesh Logo

ময়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

য়মনসিংহে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী মো. সোহেল মাহমুদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশ বৃহস্পতিবার রাতে শহরের পাটগুদাম এলাকায় অভিযান চালিয়ে সোহেল মাহমুদকে গ্রেপ্তার করে। তিনি সদর উপজেলার চর নিলক্ষীয়া ইউনিয়নের আব্দুল হালিমের ছেলে।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. শিবিরুল ইসলাম জানান, গ্রেপ্তার সোহেল মহানগর যুবলীগের সভাপতি রাসেল পাঠানের ঘনিষ্ঠ অনুসারী। রাসেল পাঠানের নির্দেশেই সোহেলসহ সংঘবদ্ধ একটি দল ট্রেনে গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে। নাশকতার বিনিময়ে তাদের কাছে টাকা পাঠানো হয়েছিল বলেও জানান তিনি। ওই টাকার ভাগবাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ফাঁস হয়ে যায়। এরপর গোপন সংবাদের ভিত্তিতে সোহেলকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

জিআরপি থানার ওসি মো. আকতার হোসেন বলেন, সোহেল মাহমুদ আদালতে জবানবন্দি দিয়েছেন। ট্রেন নিরাপত্তা নিশ্চিত করতে রেলওয়ে এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

গত বুধবার ভোরে ময়মনসিংহ জংশন স্টেশনসংলগ্ন ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনে গান পাউডার ছিটিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। দায়িত্বরত আনসার সদস্যরা ঘটনাটি দ্রুত নিয়ন্ত্রণে আনেন। পরে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ