Views Bangladesh Logo

রাউজানে বোরখা পরে এসে যুবদল নেতাকে গুলি করে হত্যা

ট্টগ্রামের রাউজান উপজেলায় মো. সেলিম (৪২) নামে যুবদলের এক নেতা প্রকাশ্য গুলিতে নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিম কদলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্যসচিব ছিলেন। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার গ্রুপের অনুসারী।

পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিলেন সেলিম। এ সময় বোরখা পরা দুই যুবকসহ ৪-৫ জন দুর্বৃত্ত সিএনজি অটোরিকশায় এসে তার মাথায় গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার দাবি করেন, হামলাকারীদের মধ্যে স্থানীয় এক সন্ত্রাসী দামা ইলিয়াস ছিল। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা স্থানীয়দের।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য , রাউজানে গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় ১০টি হত্যাকাণ্ডসহ মোট ১৩টি হত্যার ঘটনা ঘটেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ