Views Bangladesh Logo

পাবনায় দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত

পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ইসলামপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০)। তিনি ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাস্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

আহত ইমরান সাজিব মোল্লা (২৫) একই গ্রামের আব্দুস সবুর মোল্লার ছেলে ও নিহত পাভেলের চাচাতো ভাই। ইমরানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাভেল ও ইমরানের সঙ্গে প্রতিপক্ষ জনি, জুয়েল, নাজরুল, মুফিজ উদ্দিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ