নরসিংদীতে ফের দু’পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত, আহত ১০
নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালীতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবদল নেতার নাম সাদেক হোসেন (৪২)। তিনি আলোকবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ওই ইউনিয়নের মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালীন সহিংসতা ছড়িয়ে পড়লে গুলিবিদ্ধ হয়ে সাদেক হোসেনের মৃত্যু হয়।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কলিম উল্লাহ বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি মাসেই (সেপ্টেম্বর) একই ইউনিয়নে পৃথক সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে দুজন নিহত হন। আজকের ঘটনা নিয়ে এই এলাকায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে