Views Bangladesh Logo

হত্যাকাণ্ডের প্রতিবাদে জাবিতে মশাল মিছিল

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ, খুলনায় যুবদল নেতা মাহবুবুর রহমান ও চাঁদপুরে এক ইমামের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে বটতলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতিই সহিংসতা উৎসাহিত করছে।

এর আগে বিকালে একই দাবিতে বিক্ষোভ করে জাবি শাখা ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে ছাত্রদল নেতারা অভিযোগ করেন, এসব হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্টা চলছে এবং এর দায় সরকার এড়াতে পারে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ