আমির হামজার অভিযোগ মনগড়া ও অসত্য: জাবি প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কুষ্টিয়ার জামায়াতে ইসলামী নেতা মুফতি আমির হামজার সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির হামজা জাবির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তি হওয়ার দাবি করেছেন এবং আবাসিক হলে শিক্ষার্থীদের সকালে ‘মদ’ খাওয়াতে দেখা শোনার মতো মনগড়া তথ্য প্রচার করেছেন। এছাড়া তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা শিক্ষকদের লাঠি দিয়ে আঘাত করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সমস্ত দাবি সম্পূর্ণ অসত্য। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ২০১১ সালে চালু হয়, ২০১১-১২ শিক্ষাবর্ষে প্রথম শিক্ষার্থী ভর্তি হন। সুতরাং আমির হামজার এই বিভাগের শিক্ষার্থী হওয়ার তথ্য ভিত্তিহীন। এছাড়া, আবাসিক হলে কোনো ধরনের কুলি বা শিক্ষকদের ওপর হামলার ঘটনা প্রশাসনের নজরে আসেনি। জাবিতে শিক্ষক-ছাত্র সম্পর্ক সব সময়ই প্রশংসনীয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করিয়ে দিয়েছে, জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কে মনগড়া ও উদ্দেশ্যমূলক মন্তব্য অগ্রহণযোগ্য ও দুঃখজনক। আমির হামজাকে তারা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে বস্তুনিষ্ঠ ও প্রমাণভিত্তিক বক্তব্যই প্রদান করতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে