Views Bangladesh Logo

মুচির কাজ ছেড়ে বিদ্যালয়ে ফিরল সেই জয় দাস

রংপুরের তারাগঞ্জ মুচির কাজ ছেড়ে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ফিরেছে জয় দাস (১৪)।

চুরির অপবাদে গণপিটুনিতে বাবা রূপলাল দাসের মৃত্যুর পর নবম শ্রেণির ছাত্র জয় স্থানীয় বাজারে মুচির কাজ শুরু করে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ হলে অনেকেই পরিবারটির পাশে দাঁড়ায়। এ সহায়তা নিয়েই জয় রোববার থেকে আবার ক্লাস করা শুরু করে।

জয় সাংবাদিকদের বলে, সে নিয়মিত স্কুলে যাচ্ছে এবং শিক্ষক-সহপাঠী সবাই তাকে উৎসাহ দিচ্ছে, সাহায্য করছে। কিন্তু বাবাকে হারানোর কষ্ট সে ভুলতে পারছে না।

সে জানায়, পড়ালেখা শেষে সে আইনজীবী হতে চায়।

গত ৯ আগস্ট রাতে ভ্যানে বাড়ি ফেরার পথে তারাগঞ্জের বুড়িরহাট বটতলায় গণপিটুনিতে নিহত হন রুপলাল দাস ও তার ভাগ্নিজামাই প্রদীপ লাল দাস। ভ্যানচোর সন্দেহে তাদের হত্যা করা হয়। পরদিন রুপলালের স্ত্রী অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে মামলা করেন। ভিডিও ফুটেজ দেখে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বাকিরা পলাতক।

তারাগঞ্জ বাজারের ফুটপাতে রুপলাল মুচির কাজ করতেন। তাঁর মৃত্যুর পর সংসারের হাল ধরতে একই পেশা বেছে নেয় একমাত্র ছেলে জয়। দাদি, মা ও দুই বোনকে নিয়ে তাঁর সংসার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, সরকারি-বেসরকারি সহায়তা পেয়েছে পরিবারটি। রুপলালের বড় মেয়ে নুপুরের জন্য একটি চাকরি ও বাজারে দোকানঘর করে দেওয়ার প্রক্রিয়া চলছে। ছেলে-মেয়েদের পড়াশোনা যাতে ব্যাঘাত না ঘটে, তা নিশ্চিত করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ