কক্সবাজারের ঝাউবনে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কক্সবাজার সমুদ্রসৈকতের কাছের একটি ঝাউ গাছ থেকে স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
২৫ বছর বয়সী আমিন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১ নম্বর বালুখালী ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকার ‘দৈনিক আমার প্রাণের বাংলাদেশ’-এর উখিয়া উপজেলা সংবাদদাতা ছিলেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে স্থানীয়রা শহরের গলফ কোর্স সংলগ্ন ওই ঝাউ গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে পড়ার পর আমিনের পরিচয় জানা যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে, ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।
ওসি জানান, নিহতের পকেটে চট্টগ্রাম-কক্সবাজার রুটের বাসের টিকিট পাওয়া গেছে। যা থেকে জানা গেছে, তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টা ২০ মিনিটের গাড়িতে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে