মতপ্রকাশের স্বাধীনতার চেয়েও এখন সাংবাদিকদের নিরাপত্তা বড় বিষয়: মাহফুজ আনাম
দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেছেন, বাংলাদেশে সাংবাদিকদের প্রতি হুমকি এখন আর শুধু মতপ্রকাশের স্বাধীনতার বিষয় নয়—এটি বেঁচে থাকার প্রশ্নে পরিণত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার একটি শহর হোটেলে আয়োজিত 'মব সহিংসতার হামলায় বাংলাদেশ' শীর্ষক যৌথ প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ এবং সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবিরকে হয়রানির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করে সম্পাদক পরিষদ ও নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বার্তাগুলোর প্রসঙ্গ টেনে মাহফুজ আনাম বলেন, ডেইলি স্টার ও প্রথম আলোর সাংবাদিকদের বাড়িতে খুঁজে বের করে হত্যা করার আহ্বান জানিয়ে বার্তা প্রচার করা হয়েছে। তিনি বলেন, এসব আর মতামত প্রকাশ নয়—এগুলো সরাসরি মৃত্যুহুমকি।
ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, পরে তিনি জানতে পারেন, ভবনের ভেতরে অনেক কর্মী আটকা পড়েছিলেন। প্রায় ২৫–২৬ জন সাংবাদিক ছাদে আটকে পড়েন । আর শুরুতে ফায়ার সার্ভিসের সদস্যদের ভবনে ঢুকতে বাধা দেওয়া হয়।
তিনি বলেন, যারা ডেইলি স্টারের প্রতি শত্রুতাপূর্ণ ছিল, তারা চাইলে আগুন দেওয়ার আগে সাংবাদিকদের বেরিয়ে যেতে বলতে পারত। কিন্তু তাদের আচরণে স্পষ্ট হয়েছে—তারা প্রাণহানির ঝুঁকি তৈরি করতেই আগুন দিয়েছে।
মাহফুজ আনাম বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত নির্মম এবং এটি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিকে সামনে এনে দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বিষয়টি আর মুক্ত মতপ্রকাশের নয়—এটি বেঁচে থাকার অধিকারের প্রশ্ন। তিনি সাংবাদিক সমাজ ও গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সহিংসতার আশ্রয় না নিয়ে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে