Views Bangladesh Logo

খুলনায় সেতুর নিচে মিলল সাংবাদিকের মরদেহ

 VB  Desk

ভিবি ডেস্ক

খুলনার পীর খানজাহান আলী (র.) সেতুর (রূপসা সেতু) ২নং পিলারের বেজমেন্ট থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্ত্রী নিখোঁজের চারমাসের মাথায় ওয়াহেদ-উজ-জামান বুলুর মৃতদেহ পাওয়া গেল। এর আগে এ বছর ১১ মে তার স্ত্রী এলিজা পারভীন লিজা নিখোঁজ হন। ২৫ বছরের বৈবাহিক জীবনে তারা ছিলেন নিঃসন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, পৈত্রিক বাড়ি বিক্রি নিয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল।

নৌপুলিশ রূপসা ফাঁড়ির এসআই বেল্লাহ হোসেন জানান, রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বুলুর মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, বুলুর পরনে ছিল নীল গ্যাবাডিন প্যান্ট ও আকাশি রঙের টি-শার্ট। তার ডান হাত ও মুখমণ্ডল ক্ষতিগ্রস্ত ছিল।

পিবিআই ও সিআইডি টিম মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের চেষ্টা করছে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলু খুলনা প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক নেতা। সর্বশেষ সংবাদ প্রতিদিনের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া দৈনিক জন্মভূমি ও দৈনিক প্রবাহ ছাড়াও বেশ কিছু গণমাধ্যমে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ