Views Bangladesh Logo

রাতে আটকের পর সাংবাদিক সোহেলকে সকালে ছেড়ে দিল পুলিশ

গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার প্রায় দশ ঘণ্টা পর দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ছেড়ে দেওয়া হয়েছে। বুধবার ভোরে তাকে স্ত্রীর জিম্মায় বাসায় পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল আলম।

তিনি বলেন, একটি ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব নেওয়ার সময় অনুমতি ছাড়া সভাপতি–সেক্রেটারির নাম ব্যবহার করা হয়েছিল। পরে বিষয়টি ভুল বোঝাবুঝি বলে নিশ্চিত হয়ে সোহেলকে বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে সোহেলের অভিযোগ, ‘সরকারের একজন উপদেষ্টার ইশারায় আটক করা হয়েছে’।

ডিবি অফিস থেকে ছাড়া পাওয়ার পর সোহেল তার ফেসবুক পোস্টে দাবি করেন, মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের সংগঠন বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)-এর সংবাদ সম্মেলন বন্ধ করতে ‘সরকারের একজন উপদেষ্টার ইশারায়’ তাকে আটক করা হয়েছিল। তিনি ওই সংগঠনের মিডিয়া পরামর্শক হিসেবে যুক্ত আছেন।

তিনি লেখেন, রাত ১২টার দিকে ডিবি প্রধান তার সঙ্গে কথা বলতে চান—এ অজুহাতে ৫–৬ জন ডিবি সদস্য তাকে বাসা থেকে জোর করে নিয়ে যায়। পরে তাকে আসামিদের তালিকায় নাম লিখে গারদে রাখা হয়।

তার অভিযোগ, মাত্র ৯ জন মোবাইল ফোন ব্যবসায়ীকে বিশেষ সুবিধা দিতে সারাদেশের প্রায় ২৫ হাজার ব্যবসায়ীর ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এনইআইআর প্রকল্পের বিরোধিতা ঠেকাতেই তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়।

গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া একজন সাংবাদিককে মধ্যরাতে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এই বিষয়টি প্রথমবার শুনলাম। তদন্ত করে বলতে পারব।’

সাংবাদিক সমাজের উদ্বেগ
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন ‘ডিবি’ পরিচয়ধারী ব্যক্তি নতুন বাড্ডায় সোহেলের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। তার স্ত্রী সুমাইয়া সীমা জানান, তারা নিজেদের গোয়েন্দা পুলিশের লোক বলে পরিচয় দেন এবং দ্রুত ফিরিয়ে দেওয়ার কথা বলেন।

সোহেল সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)-এর সহসভাপতি। সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ আহমাদ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, গভীর রাতে একজন সাংবাদিককে এভাবে তুলে নেওয়া উদ্বেগজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

‘প্রেস কনফারেন্স বন্ধ করাই ছিল টার্গেট’
বুধবার ডিআরইউতে এনইআইআর নিয়ে এমবিসিবির একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সোহেলের দাবি, সেই সংবাদ সম্মেলন বন্ধ করাই ছিল মূল উদ্দেশ্য। তিনি লেখেন, ‘তারা প্রেস কনফারেন্স বন্ধ করতে চাইলেও, উদ্দেশ্যটি এখন দেশের সবাই জানে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ