যশোরে সাংবাদিককে গুলি করে হত্যা
যশোরের মনিরামপুর উপজেলায় সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। নিহতের নাম রানা প্রতাপ বৈরাগী (৩৮)। তিনি নড়াইল থেকে প্রকাশিত দৈনিক বিডি খবর–এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মনিরামপুরের কপালিয়া বাজার এলাকায় অবস্থিত তার বরফকল থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে কাছাকাছি একটি গলিতে নিয়ে মাথায় একাধিকবার গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত রানা প্রতাপ বৈরাগী কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা। তিনি মনিরামপুরের কপালিয়া বাজারে একটি বরফকল পরিচালনা করতেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউল্লাহ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হামলাকারীরা মোটরসাইকেলে করে এসে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার ফারুক বলেন, 'সোমবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি তাঁকে বরফকল থেকে ডেকে বাইরে নেয়। পরে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।'
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যবসায়িক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে