সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠানোর নির্দেশ
সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে রাজধানীর রমনা মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার ১০ দিনের রিমান্ডের বিষয়ে শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে। এদিন তাকে আদালতে হাজির করা হয়।
শওকত মাহমুদকে রমনা এলাকা থেকে রোববার দুপুর ৩:৩০ টায় ডিবি পুলিশ গ্রেফতার করে।
মামলার নথি অনুযায়ী, বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী ৬ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন, বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে অন্তর্বর্তী সরকার উৎখাতের উদ্দেশ্যে। ১৩ সেপ্টেম্বর সকাল ১০:৩০ টার দিকে তিনি মিন্টো রোড এলাকার প্রাডো গাড়িতে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখা যায়।
পুলিশ তাকে থামালে তিনি তার অবস্থানের কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হন এবং তাকে আটক করা হয়। পুলিশের তল্লাশিতে তার কাছে থাকা দুইটি আইফোন জব্দ করা হয় এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
ডিবি পুলিশ এনায়েত করিমকে তিনটি রিমান্ড পর্যায়ে জিজ্ঞাসাবাদ করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে