নভেম্বরেই পাস হচ্ছে সাংবাদিক সুরক্ষা আইন: প্রেস কাউন্সিল চেয়ারম্যান
চলতি নভেম্বর মাসের মধ্যেই সাংবাদিক সুরক্ষা আইন পাস হবে বলে জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত ‘গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, ‘সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে সাংবাদিকদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রায় ১৯টি ধাপ অতিক্রম করে আইনটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আশা করছি, এই মাসের মধ্যেই আইনটি পাস হবে। এতে সাংবাদিকরা শারীরিক ও পেশাগতভাবে কিছুটা হলেও সুরক্ষা পাবেন।’
তিনি জানান, সাংবাদিক সুরক্ষা আইন ছাড়াও আরও কয়েকটি প্রস্তাবিত আইন বাস্তবায়নের পথে রয়েছে। অচিরেই সেগুলোও পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা নানা বিষয়ে প্রশ্ন করলে বিচারপতি হাকিম বিস্তারিত ব্যাখ্যাসহ তাদের প্রশ্নের উত্তর দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে