Views Bangladesh Logo

সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কারামুক্ত হলেন

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জামিনে কারামুক্ত হলেন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না।

বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেলসুপার আবু নূর মো. রেজা জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। জামিনের নথি কারাগারে কারাগারে পৌঁছায়। বুধবার বিকেল ৫টার দিকে পান্নাকে মুক্তি দেওয়া হয়।

কারামুক্ত হওয়ার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে নিয়ে যান বলে জানান জেলসুপার।

‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শিরোনামে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ‘মঞ্চ ৭১’ নামের একটি প্ল্যাটফর্ম। সেই অনুষ্ঠানে অংশ নেন আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম। অনুষ্ঠানের এক পর্যায়ে মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢুকে অনুষ্ঠানের আয়োজক এবং অংশ নেওয়া ব্যক্তিদের ওপর চড়াও হয়। তারা আলোচনা আনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়া ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে অবরুদ্ধকারীরা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ অন্তত ১৬ জনকে তুলে দেন।

গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। এই মামলায় আবদুল লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মনজুরুল আলম পান্নার জামিন আবেদন নিম্ন আদালতে না মঞ্জুর হলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ