Views Bangladesh Logo

বিভুরঞ্জন সরকারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

 VB  Desk

ভিবি ডেস্ক

মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হওয়া সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে। মরদেহের বাইরে ভেতরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (২৩ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দুপুর ১টার দিকে পুলিশ আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তরের পর স্বজনরা ফ্রিজিং গাড়িতে করে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসায় নিয়ে যান।

৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। রাতে পরিবার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করে।

শুক্রবার বিকেল ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ার চর বলাকি এলাকায় মেঘনা নদীতে স্থানীয়রা তাঁর মরদেহ ভাসতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করে পুলিশকে জানায়। খবর পেয়ে কলাগাছিয়া নৌপুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্ত সম্পন্নকারী চিকিৎসক ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মো. এহসানুল ইসলাম জানান, “লাশটি পানিতে ছিল এবং আংশিক পচন শুরু হয়েছে। শরীরের বাইরে ও ভেতরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে দাঁত, চুল, লিভার, কিডনি ও পাকস্থলীর কিছু অংশ পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত মতামত দেওয়া সম্ভব হবে।”

শুক্রবার রাতে ঢাকা থেকে গিয়ে মরদেহ শনাক্ত করেন বিভুরঞ্জন সরকারের ছেলে ঋতু সরকার ও ছোট ভাই চিররঞ্জন সরকার। শনিবার মরদেহ গ্রহণ করেন তাঁর ছোট ভাইসহ সহকর্মীরা। পরে মরদেহ রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালীমন্দির ও শ্মশানে শেষকৃত্যের জন্য নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এ ঘটনায় কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ সালেহ আহমেদ পাঠান বলেন, ‘প্রাথমিকভাবে এটি অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করা হবে। ময়নাতদন্তে যদি নতুন তথ্য মেলে, তা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ