Views Bangladesh Logo

সীতাকুণ্ডে সাংবাদিকের ওপর হামলা

 VB  Desk

ভিবি ডেস্ক

ট্টগ্রামের সীতাকুণ্ডে এক সাংবাদিকের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় সাংবাদিক লিটন কুমার চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড পৌর সদরের রেলগেট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত লিটন কুমার চৌধুরী দৈনিক জনকণ্ঠের সীতাকুণ্ড প্রতিনিধি এবং সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। তার বাড়ি পৌর সদরের রেলগেট এলাকায়ই।

হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ‘সীতাকুণ্ড সম্মিলিত নাগরিক কমিটি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক লিটনকে ঘিরে মারধর করছেন। এ সময় তাকে ‘আওয়ামী লীগের দালাল’ এবং ‘মিথ্যা খবর ছড়ানোর হোতা’ বলে গালমন্দ করা হচ্ছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, হামলার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা লিটন চৌধুরীকে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লিটনের ছেলে রাকেশ চৌধুরী বলেন, “কালীপূজার ছুটিতে আমরা সবাই বাড়িতে ছিলাম। রাতে বাবা ঘরের সামনে মোবাইল দেখছিলেন। হঠাৎ এক যুবক এসে অন্যদের ডেকে আনে এবং তারা বাবার ওপর হামলা শুরু করে। আমরা বাধা দিতে গেলে আমাকেও মারধর করা হয়।”

ঘটনার নিন্দা জানিয়ে সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি এসএফ ফোরকান আবু বলেন, “যারা সাংবাদিক লিটন চৌধুরীর ওপর হামলা করেছে, তারা চিহ্নিত সন্ত্রাসী। ভিডিও ফুটেজে তাদের স্পষ্ট দেখা গেছে। দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “কয়েকজন যুবক লিটন চৌধুরীকে রক্তাক্ত অবস্থায় থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে কোনো মামলা নেই। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। হামলার ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ