৫ দিনের রিমান্ডে সাংবাদিক আনিস আলমগীর
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রিমান্ড আদেশ দেন। এর আগে পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল। মামলার তদন্ত কর্মকর্তা, উত্তরা পশ্চিম থানার ইন্সপেকটর মুনিরুজ্জামান, এই রিমান্ড আবেদন করেন।
আদালত রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আনিস আলমগীরকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে ১৪ ডিসেম্বর ধানমন্ডি ২ নম্বরের একটি জিম থেকে বের হওয়ার পর সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির কার্যালয়ে নেওয়া হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে