Views Bangladesh Logo

রাজশাহীতে কোচিং সেন্টারে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র–বিস্ফোরক উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘ডক্টরস ইংলিশ’ নামে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। শনিবার ভোরে অভিযান শুরুর পরপরই বাড়িটি ঘিরে ফেলে সেনাবাহিনী এবং কয়েক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি চালানো হয়।

অভিযান পরিচালনাকারী একটি সূত্র জানিয়েছে, সেখান থেকে বিভিন্ন ধরনের অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা বিস্ফোরকগুলো নিস্ক্রিয় করার পর সংবাদকর্মীদের সামনে আনা হবে বলে জানানো হয়েছে।

ওই কোচিং সেন্টারের পরিচালক মুনতাসিরুল আলম অনিন্দ্য (৩৫) কে আটক করেছে যৌথ বাহিনী। এর আগে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

পুলিশের তথ্যমতে, হলি আর্টিজান হামলার পর ‘জঙ্গি সন্দেহে’ এবং ইংরেজি বিভাগের শিক্ষক এ এফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন তিনি।

অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তার বাবা শফিউল আলম লাটকু মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। এছাড়া তিনি রাজশাহীর সাবেক মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই।

অভিযানে কী কী উদ্ধার করা হয়েছে সে বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে অসমর্থিত একটি সূত্র দাবি করেছে, দুটি বিদেশি এয়ার গান, একটি রিভলবার, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি বাইনোকুলার এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তিনি কোনো তথ্য জানেন না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ