Views Bangladesh Logo

সহিংসতার পর গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গোপালগঞ্জে উত্তেজনা চরমে পৌঁছেছে। বুধবার (১৬ জুলাই) দুপুরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের হামলার জেরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান শুরু করেছে।

এর আগে জেলা প্রশাসন বড় ধরনের গোলযোগ এড়াতে গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে। পৌর পার্ক এলাকায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সময় এই সংঘর্ষের সূচনা হয়।

এনসিপি নেতাদের অভিযোগ, দুপুরের দিকে হঠাৎ একটি মিছিল নিয়ে ছাত্রলীগের সদস্যরা মঞ্চে উঠে পড়ে। তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মঞ্চের মাইক, সাউন্ড সিস্টেম, চেয়ার ভাঙচুর করে এবং নেতাকর্মীদের মারধর করে। এসময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

পরিস্থিতি খারাপ হতে থাকলে এনসিপির কেন্দ্রীয় নেতারা নিরাপত্তার জন্য গোপালগঞ্জ পুলিশ সুপারের দপ্তরে আশ্রয় নেন। একজন নেতা বলেন, ‘আমাদের মিছিলে থাকা গাড়িগুলোর একটি অংশ মাদারীপুরের দিকে যাচ্ছিল, কিন্তু হামলার আশঙ্কায় থেমে যায়। বাকিরাও এগোতে পারেনি। শেষমেশ পুলিশের সহায়তা চেয়ে এখানে আশ্রয় নিয়েছি।’

সংঘর্ষ আরও বেড়ে গেলে পুলিশ রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এসময় ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা ইট-পাটকেল ছুড়ে পাল্টা হামলা চালায়। এতে এনসিপির বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়।

ঘটনার পর যৌথ বাহিনী অভিযানে নামে এবং হামলার সঙ্গে জড়িতদের ধরতে কাজ শুরু করে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসন সকল রাজনৈতিক দলকে সংযত থাকার আহ্বান জানিয়েছে এবং শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সহযোগিতা করতে বলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ