চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় যৌথবাহিনী মোতায়েন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দিনভর সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাস্থলে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন।
এর আগে সংঘর্ষের জেরে এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। রোববার দুপুর ২টা থেকে আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়রা মুখোমুখি অবস্থান নেন। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ যা বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।
দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সঙ্গে সমঝোতার চেষ্টা করতে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। ওই সময় স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে পুনরায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সবশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সংঘর্ষে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ জনের অবস্থা গুরুতর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে