দেশজুড়ে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫০৪
বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ককটেল, দেশীয় অস্ত্র এবং দেশি-বিদেশি মাদক উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
আইএসপিআর জানায়, গত ২৩ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এই অভিযান চালায়।
অভিযান চলাকালে জঙ্গি, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত, ডাকাত, কিশোর গ্যাং সদস্য এবং চোরাকারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫০৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড গোলাবারুদ, ৯৫টি ককটেলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত টহল ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণেও সেনাবাহিনী দায়িত্ব পালন করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
আইএসপিআর জনগণকে আশপাশে কোনো সন্দেহজনক কার্যকলাপ নজরে এলে নিকটবর্তী সেনা ক্যাম্পে তথ্য দেওয়ার আহ্বান জানায়।
এতে আরও উল্লেখ করা হয়, গত ১১ ডিসেম্বর নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৫৩টি অস্ত্র ও ১ হাজার ৮৩৪ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে