ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে জোনায়েদ হত্যা তদন্ত ভিন্ন পথে নেয়া হচ্ছে: শিক্ষক সমিতি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসাইন হত্যা মামলায় প্রেমের সম্পর্ককে মূল কারণ হিসেবে দেখছে পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি দাবি করেছে, 'ত্রিভুজ প্রেম' নামে একটি গল্প সাজিয়ে তদন্তকে উদ্দেশ্যমূলকভাবে ভিন্ন দিকে নেয়া হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দীন এ দাবি করেন।
তিনি বলেন, 'জোবায়েদ এমন ছাত্র ছিলেন না যে ত্রিভুজ প্রেমের ঘটনায় জড়াতে পারেন। এই গল্প সাজিয়ে তার চরিত্র হনন করা হয়েছে। তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে। আমরা চাই, প্রকৃত খুনিদের আইনের আওতায় আনা হোক, নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়।'
তিনি প্রশ্ন তোলেন, 'মামলার এজাহারে অভিযুক্ত শাবনাম বর্ষার একটি গুরুত্বপূর্ণ বক্তব্য ছিল—সে নাকি জোবায়েদের অবস্থান শনাক্ত করে তার রুমমেটকে জানিয়েছিল।'
'এটি তো ঘটনার প্রথম সূত্র হওয়ার কথা, কিন্তু কেন তা এজাহারে অন্তর্ভুক্ত করা হয়নি?—প্রশ্ন করেন অধ্যাপক রইছ উদ্দীন।
তিনি আরও বলেন, 'সিসিটিভি ফুটেজে কালো ও লাল টি-শার্ট পরা দুজনকে খুনের সময় দেখা গেছে। তারা কি সেই দুজন আসামি? যদি হয়, তাদের পোশাক জব্দ করা হয়েছে কি না? একবারের ছুরিকাঘাতে জোবায়েদ নিহত হয়েছেন—তাহলে মাহিরের মতো কম উচ্চতার কেউ কীভাবে জোবায়েদের মতো লম্বা ছেলেকে হত্যা করতে পারে? নাকি পেশাদার খুনি ভাড়া করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর আমরা চাই।'
অধ্যাপক রইছ উদ্দীন জানান, আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস জোবায়েদের স্মৃতির প্রতি উৎসর্গ করা হবে, এবং মামলার অগ্রগতি তদারকির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক, মামলার বাদীপক্ষের আইনজীবী ও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে