৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ
৪৪তম বিসিএসের ফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা। শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল পুনরায় মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।
বিক্ষোভকারীরা জানান, প্রতি বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশের আগে সাধারণত ৪০০ থেকে ৫০০ অতিরিক্ত পদ সংযোজন করা হয়; কিন্তু ৪৪তম বিসিএসের ক্ষেত্রে জেলা প্রশাসন অতিরিক্ত পদ সংযোজনের সুপারিশ করলেও তা প্রধান উপদেষ্টার দপ্তরে অনুমোদনাধীন অবস্থায় থেকেই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
একজন প্রার্থী বলেন, প্রায় ৬০ শতাংশ অতিরিক্ত পদের সুপারিশ পুনরায় করা হয়েছিল, যেগুলো ফাঁকা থাকা উচিত ছিল না; কিন্তু ওই পদগুলো বাদ দিয়েই ফল প্রকাশ করা হয়েছে।
এদিকে অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মোতায়েন রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে