Views Bangladesh Logo

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম জুবায়েদ হোসাইন। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আরমানিটোলার পানির পাম্প গলির একটি বাসা থেকে জুবায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। “তিনি সেখানে টিউশন করতেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে ছুরিকাঘাতে নিহত হয়েছেন। মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে,” বলেন ওসি রফিকুল ইসলাম।

নিহত জুবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, “জুবায়েদের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এখনো মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশকে আশপাশের সব সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে বলা হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ