Views Bangladesh Logo

মর্গের বাতাসে জেট ফুয়েলের গন্ধ

ঢাকার কয়েকটি হাসপাতালের মরচুয়ারি ঘুরে দেখা যায়, এ পর্যন্ত রাখা হয়েছে ১৮টি মরদেহ। তাদের বিস্তারিত পরিচয় না জানা গেলেও, কর্তব্যরত পুলিশ জানান নিহতদের বেশিরভাগই শিশু।

সরেজমিন কয়েকটি মর্গ ঘুরে দেখা যায়, প্রতিটি মরদেহ রাখা আছে বডি ব্যাগ বা এইচআরপিতে করে। মরদেহ থেকে বের হচ্ছে জেট ফুয়েল বা এভিয়েশন টারবাইন ফুয়েলের (এটিএফ) তীব্র গন্ধ।

মরচুয়ারির পাশেই ছোট যে বিশ্রামঘরগুলো থাকে সেখানে গিয়ে দেখা গেল হৃদয়বিদারক দৃশ্য। সন্তানের শোকে পাগলপ্রায় বাবা-মায়ের আহাজারি।

বিলাপ করতে করতে নয় বছর বয়সী শিক্ষার্থী রুনার মা জানালেন, বিমান বিধ্বস্ত হবার সাথে সাথেই শ্রেণিকক্ষে জেট ফুয়েল ছড়িয়ে পড়ে এবং তাতেই শিশুরা দগ্ধ হয়।

এ ব্যাপারে কর্তব্যরত ব্যক্তিদের সঙ্গে কথা বললে তারা জানান এসব তথ্য পরবর্তীতে কর্তৃপক্ষ জানাবেন। এ মুহূর্তে এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব না।


বিশেষজ্ঞরা জানান, জেট ফুয়েলের শিখা খোলা পরিবেশে ১৫০০-২০০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে পারে। অর্থাৎ সাধারণ আগুনের তুলনায় জেট ফুয়েলের আগুনের তাপমাত্রা দ্বিগুণ হয়। ফলে বিমান বিধ্বস্ত হবার সাথে সাথেই এই জ্বালানি বাতাসের সংস্পর্শে এসে পরিস্থিতি মারাত্মক করে তোলে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ