Views Bangladesh Logo

ছাত্রদলের শাহবাগ অবরোধে জনদুর্ভোগ চরমে

 VB  Desk

ভিবি ডেস্ক

ব উসকানি ও শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমিক পরিবেশ ব্যাহত হওয়ার প্রতিবাদে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে ছাত্রদল। ফলে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পথচারীরা।

সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টন থেকে মিছিল বের করেন কয়েক হাজার ছাত্রদলকর্মী। জাতীয় প্রেসক্লাব হয়ে শাহবাগে এসে বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে রাস্তায় বসে পড়েন তারা। এতে শাহবাগ মোড়সহ আশপাশের সব রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন যাত্রীরা।

সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেন, একটি বিশেষ ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে গোপন তৎপরতা চালিয়ে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, গত এক সপ্তাহে একাধিক নির্মম হত্যা ঘটলেও সেই ‘গোপন সংগঠনের’ সদস্যরা এসব ঘটনা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। তারা কেবল মিটফোর্ডের ঘটনা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামেও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা।

নাসির আরও বলেন, এই অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং সংগঠনের অবস্থান স্পষ্ট করতেই প্রতিবাদ মিছিল ও অবরোধ করা হয়েছে।

‘তবে কোনো অস্থিরতা তৈরির ইচ্ছা আমাদের নেই’- বলেন তিনি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, নিরাপত্তা রক্ষায় কাজ করছে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ