Views Bangladesh Logo

ঢাবির ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ, তদন্ত কমিটি গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ৫৯৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। তবে কমিটির তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতাকর্মী এবং গত বছরের ১৫ জুলাইয়ের হামলায় অভিযুক্ত কয়েকজনও অন্তর্ভুক্ত হয়েছেন। এই পরিস্থিতিতে সংগঠনটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

এ ঘোষণার পর হল কমিটি দেয়ার প্রতিবাদে রোকেয়া হলের ছাত্রীদের মিছিল হয়। গত বছরের ১৭ জুলাই ছাত্রলীগ নেতাকর্মীদের হল থেকে বের করে রাজনীতিমুক্ত হলের জন্য প্রশাসনের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়েছিলেন শিক্ষার্থীরা।

শুক্রবার ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়। এতে ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন রাকিবুল হাসান সৌরভ, যিনি ঢাবি ছাত্রলীগের জীববিজ্ঞান অনুষদের সাবেক সহসভাপতি। রোকেয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা ছিলেন হল ছাত্রলীগের উপ-গণযোগাযোগ সম্পাদক এবং গত বছরের ১৭ জুলাই পদত্যাগ করেন।


বিজয় একাত্তর হলের যুগ্ম আহ্বায়ক হয়েছেন গেস্টরুমে নির্যাতনের অভিযোগ থাকা অপরাধবিজ্ঞান বিভাগের রাকিবুল ইসলাম রাকিব ও দর্শন বিভাগের নিবিড় খান লোহানী। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসানকে প্রলয় গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত জুলাইয়ে শিক্ষার্থীরা বয়কট করেছিলেন। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ থাকা আহমেদ জাবির মাহাম হাজী মুহম্মদ মুহসীন হলে কার্যনির্বাহী সদস্য হয়েছেন। কুয়েত-মৈত্রী হলের সদস্যসচিব জান্নাতুল ফেরদৌস পুতুলকে ছাত্রলীগের সেক্রেটারি তানভীর হাসান সৈকতের অনুসারী হিসেবে বিভিন্ন কর্মসূচিতে দেখা গেছে।

এ ছাড়া নাটোরে আওয়ামী লীগের নির্বাচনী সমন্বয় কমিটিতে থাকা আজিজুল হাকিম জিয়া হলে যুগ্ম আহ্বায়ক, ঝিনাইদহ আসনের সমন্বয় কমিটির সদস্য শিবলী রহমান পাভেল মুহসীন হলে যুগ্ম আহ্বায়ক, একই হলের মহিবুল ইসলাম আকন্দ, মোয়াজ শাহরিয়ার অপু, জহুরুল হক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসনাত জীম, ফজলুল হক মুসলিম হলের রাকিব হাসান, সুফিয়া কামাল হলের জাকিয়া সুলতানা আলো, শহীদুল্লাহ্ হলের মোছাদ্দেক আলী শান্ত, এফ রহমান হলের মুনতাহা মিথসহ অনেকে বিভিন্ন সময়ে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নিয়েছেন।

কমিটি প্রকাশের পর এসব তথ্য সামনে এলে ঢাবি ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এবং সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, যারা যুক্ত হতে আবেদন করেছিলেন, তাদেরকেই পদায়ন করা হয়েছে। আবেদনের সময় অনেকেই হয়তো পূর্বের রাজনৈতিক পরিচয় গোপন রেখেছিলেন, যা আগে জানা ছিল না। তাই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে দীর্ঘদিন ধরে হল ও একাডেমিক এলাকায় রাজনীতি বন্ধের দাবি জানিয়ে আসা গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রদলের এই কমিটি ঘোষণার প্রতিবাদে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে। সংগঠনের আহ্বায়ক আব্দুল কাদের অভিযোগ করেন, অভ্যুত্থানের পর সব ছাত্রসংগঠন শিক্ষার্থীদের মতামত মেনে হলে রাজনীতি না করার অঙ্গীকার করলেও, পরবর্তীতে শিবির গোপনে কমিটি দিয়েছে, ছাত্র ইউনিয়ন হলে কমিটি গঠন করেছে, আর এবার ছাত্রদল প্রকাশ্যে হলে কমিটি দিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশার বিরোধিতা করেছে। তিনি এ ঘটনার নিন্দা জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ