Views Bangladesh Logo

জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়ন বৈধ: জিএম কাদের

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ১৯৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জিএম কাদের বলেন, বৈধ ঘোষিত ১৯৬ জন প্রার্থীর মধ্যে ছয়জন নারী প্রার্থী রয়েছেন। তিনি আরও জানান, পরবর্তীতে আরও দুই থেকে তিনজন প্রার্থী বৈধ তালিকায় যুক্ত হতে পারেন।

নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে জাপা চেয়ারম্যান অভিযোগ করে বলেন, তাদের নানা ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন কৌশলে জাতীয় পার্টিকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছি না।’

তিনি আরও বলেন, নির্বাচনের তালিকায় থাকা অনেক প্রার্থী বর্তমানে কারাগারে থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। মামলার নামে অন্তর্বর্তী সরকার সাধারণ মানুষকে হয়রানি করছে এবং জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন জিএম কাদের।

মামলা বাণিজ্যের অভিযোগ তুলে তিনি বলেন, যারা মামলা দিচ্ছে সেখানে বড় ধরনের বাণিজ্য চলছে। গরিব মানুষ, পুলিশ—সবাই এই বাণিজ্যে জড়িত। যাকে ইচ্ছা তাকে মামলা দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা, ব্যবসায়িক স্বার্থ কিংবা ব্যক্তিগত আক্রোশ থেকেও অনেককে মামলায় জড়ানো হচ্ছে বলে তিনি দাবি করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ