নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ‘পাতানো’ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেও ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।
বুধবার থেকে দলটি মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে।
বুধবার সন্ধ্যায় ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব শামীম পাটোয়ারী।
তিনি বলেন, “আমরা আশঙ্কা করছি একটি পাতানো নির্বাচন হতে পারে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোটের পর ভোট কিংবা মিডিয়া ভোট—কোনো আশঙ্কাই উড়িয়ে দেওয়া যায় না।”
তবে এসব শঙ্কার মধ্যেও নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে দলটি প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। শামীম পাটোয়ারী বলেন, “আমরা একটি ভোটমুখী দল। আমাদের নেতাকর্মীরা ভোট করতে আগ্রহী। কিন্তু সরকার ও নির্বাচন কমিশন যদি আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে আমরা আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।”
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য না হলে দেশের পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে। তার ভাষায়, “সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, বিশ্বাসযোগ্য না হয় এবং জনগণের প্রতিফলন না ঘটে, তাহলে ভবিষ্যতে দেশ গৃহযুদ্ধের ঝুঁকিতে পড়তে পারে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে