Views Bangladesh Logo

জাতীয় পার্টিতে ফের ভাঙন, আনিসুলের নেতৃত্বে নতুন জাপা

 VB  Desk

ভিবি ডেস্ক

ফের জাতীয় পার্টিতে (জাপা) ভাঙন দেখা দিয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) দলটির একটি অংশ আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে।

আনিসুলের নেতৃত্বাধীন নতুন এই অংশটিতে রয়েছেন দলের সিনিয়র নেতা এবিএম রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুও।

মঙ্গলবার (৫ আগষ্ট) রাজধানীর গুলশানে জাপার এক নেতার বাসভবনে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় এ ঘোষণা দেয়া হয়।

নতুন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, সম্প্রতি আদালতের এক আদেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওই আদেশে জাপা চেয়ারম্যান জিএম কাদের ও যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমকে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সভায় সর্বসম্মতিক্রমে একটি প্রস্তাব গৃহীত হয়, যার মাধ্যমে ১২তম জাতীয় সংসদ নির্বাচনের পর জিএম কাদের কর্তৃক কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বহিষ্কৃত নেতাদের পুনরায় দলে ফিরিয়ে নেয়া হয় এবং তাদের পুনর্বহাল করা হয়। এদের মধ্যে রয়েছেন কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও শাহিদুর রহমান টেপা।

গত ৩০ জুলাই জিএম কাদের ও মাহমুদ আলমকে দলীয় সাংগঠনিক দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন ঢাকার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম। চুন্নু ও আরও নয়জন সিনিয়র নেতা কাদেরের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে একটি দেওয়ানি মামলা দায়ের করার পর এই আদেশ আসে।

মামলায় বলা হয়, জিএম কাদের দলীয় নিয়ম ভঙ্গ করে চুন্নুকে মহাসচিব পদ থেকে সরিয়ে তার স্থলে শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দেন। একইভাবে আনিসুলসহ আরও আটজন সিনিয়র নেতাকে পদচ্যুত করেন।

এরপর আনিসুল ও রুহুল আমিনের নেতৃত্বাধীন অংশটি সম্প্রতি জিএম কাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করে এবং দলীয় গঠনতন্ত্রের ২০ (ক) ধারা সংশোধনের উদ্যোগ নেয়। এই ধারা চেয়ারম্যানকে দলীয় সদস্য নিয়োগ ও অপসারণে ব্যাপক ক্ষমতা প্রদান করে।

এর জবাবে জিএম কাদের গত ৭ জুলাই আনিসুল, হাওলাদার ও চুন্নুকে সকল পদ থেকে সরিয়ে দেন এবং শামীম হায়দার পাটোয়ারীকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেন।

১৯৮৬ সালে এই দলটি এইচএম এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে দলটি একাধিকবার বিভক্ত হয়। সর্বশেষ এই ভাঙনের ফলে এটি এখন ছয়টি ভাগে বিভক্ত হলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ