আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে অন্তর্বর্তী সরকার বাতিলের দাবি জাতীয় পার্টির
দেশজুড়ে ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি, হত্যা-সন্ত্রাস ও চাঁদাবাজির লাগামহীন বিস্তারের প্রতিবাদে অবিলম্বে অন্তর্বর্তী সরকার বাতিলের দাবি জানিয়েছে জাতীয় পার্টি (রওশনপন্থি)। দলটি বলেছে, এই সরকার ব্যর্থতার সকল সীমা ছাড়িয়ে গেছে। তাই দ্রুত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
রোববার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ।
তিনি বলেন, “চারদিকে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি আর ভূমি দখলের হিড়িক। মানুষের জীবন-সম্পত্তি আজ কোথাও নিরাপদ নয়। দেশে এক ভীতিকর পরিবেশ তৈরি হয়েছে। সম্প্রতি পুরান ঢাকায় নির্মম হত্যাকাণ্ডসহ একের পর এক ঘটনা আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতির ইঙ্গিত দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ‘অযোগ্য, সিদ্ধান্তহীন ও উদাসীন’। দেশের প্রতিটি খাতে সরকার ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে।
জাতীয় পার্টির মহাসচিব সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এ দেশের মানুষ আর রক্ত দেখতে চায় না। তারা শান্তি-শৃঙ্খলা ফেরানোর জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপের প্রত্যাশায় আছে। দয়া করে পরিস্থিতি স্বাভাবিক করুন।
তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি একটি মহল বাংলাদেশের সামরিক বাহিনীকে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সফলতার জন্য অপমান ও দুর্বল করার ষড়যন্ত্রে লিপ্ত।
মামুনুর রশীদ বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত ৩৫ শতাংশ শুল্ক দেশের রপ্তানি বাণিজ্যের জন্য বড় হুমকি। সেই সঙ্গে গত ১১ মাসে বিদেশি বিনিয়োগ না আসায় অর্থনীতি আরও দুর্বল অবস্থার দিকে এগোচ্ছে।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ জানিয়ে মামুনুর রশীদ বলেন, এই সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। জনগণের আস্থা ফেরাতে অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শফিক, খন্দকার মনিরুজ্জামান টিটু, সৈয়দ ওয়াহেদুল ইসলাম তরুণ ও হাফসা সুলতানাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে