Views Bangladesh Logo

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাবির আংশিক কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাতে পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হয়েছেন জাহিদ আহসান, সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মো. সিয়াম ও সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

ঢাবি শাখা কমিটিতে সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকার এবং সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ।

কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো পূর্ণাঙ্গ করা হবে।

নতুন সভাপতি জাহিদ আহসান আগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন।

সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ