জাপার নিবন্ধন ও লাঙল প্রতীক জি এম কাদেরের: রেজাউল ইসলাম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া জানিয়েছেন, দলের নিবন্ধন ও লাঙল প্রতীক চেয়ারম্যান জি এম কাদেরের অধীনেই বহাল থাকবে, যেমনটি বর্তমানে রয়েছে।
রোববার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রেজাউল ইসলাম বলেন, সম্প্রতি জাতীয় পার্টির বহিষ্কৃত কিছু ব্যক্তি একটি অবৈধ কাউন্সিল করে নিবন্ধন ও প্রতীকের দাবি তুলেছেন। কিন্তু এটি আইনি ভিত্তিহীন এবং চেয়ারম্যান বা প্রেসিডিয়ামের অনুমোদন ছাড়াই হয়েছে। তাই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে জানিয়ে দিয়েছি। ইসি আমাদের আবেদন গ্রহণ করেছে এবং জানিয়েছে, আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা হবে।
তিনি আরও বলেন, জাপার নিবন্ধন নম্বর ১২ এবং প্রতীক লাঙল। দলটির দশম সম্মেলন এখনও হয়নি। গত সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনে জি এম কাদেরের নেতৃত্বে লাঙল প্রতীকে প্রার্থীরা অংশ নিয়েছেন এবং নির্বাচিতও হয়েছেন। তাই আইনগতভাবেই বিষয়টি পরিষ্কার।
জাতীয় পার্টির এই নেতা আরও আশা প্রকাশ করেন, ইসি দ্রুত আনুষ্ঠানিকভাবে তাদের অবস্থান নিশ্চিত করবে এবং বিভ্রান্তির অবসান ঘটাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে