Views Bangladesh Logo

জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকার হোটেল ওয়েস্টিনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম। তিনি
বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। ডিবি কার্যালয় থেকে তাকে আদালতে নেয়া হবে।

জানা গেছে, গত ৪ নভেম্বর একটি ধর্ষণ মামলায় কাজী মামুনুর রশিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। তবে তিনি আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন। এছাড়া, জুলাই আন্দোলনে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ