উত্তরায় বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় জাপানের শোক
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ জাপান দূতাবাস।
এক শোকবার্তায় জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি বলেন, “বাংলাদেশে নিযুক্ত জাপান দূতাবাসের পক্ষ থেকে আমি এ মর্মান্তিক ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানাচ্ছি। আহত ও শোকাহত পরিবার-পরিজনদের প্রতিও আমাদের গভীর সমবেদনা রয়েছে।”
তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটি সম্প্রতি জাইকার সহযোগিতায় প্রথম পিস ফ্লাওয়ার রচনা প্রতিযোগিতা আয়োজন করেছিল।”
তাকাহাশি আরও বলেন, “এই কঠিন সময়ে আমরা বাংলাদেশের পাশে রয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাসপাতাল ও অন্যান্যদের সর্বোচ্চ সতর্কতায় পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা প্রশংসার দাবিদার। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে