গণঅধিকার পরিষদকে নিষিদ্ধের দাবি জাতীয় পার্টির মহাসচিবের
জাতীয় পার্টির মহাসচিব গোলাম মোহাম্মদ শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তার অভিযোগ, সংগঠনটির কর্মীরা শুক্রবার ফের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কাকরাইলের জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি, এ ঘটনার দায় রাষ্ট্র ও সরকারকেই নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আজ আমাদের কার্যালয়ে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে, তার জন্য গণঅধিকার পরিষদ দায় এড়াতে পারে না। তাই আমরা সরকারের কাছে তাদের নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।’
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘জাতীয় পার্টি কখনো কারও কার্যালয়ে আগুন দেয়নি। যারা রাজনৈতিক কার্যালয় পুড়িয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে, তারা রাজনৈতিক দল নয়— তারা একটি সন্ত্রাসী সংগঠন। আরপিও আইনে এমন সংগঠন নিষিদ্ধ করার বিধান রয়েছে এবং আমরা মনে করি গণঅধিকার পরিষদ সেই আইনের আওতায় পড়ে।’
তিনি অভিযোগ করেন, যারা জনতার নামে ভাঙচুর চালাচ্ছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা বা মামলা হচ্ছে না, অথচ যারা এর প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলেন ‘একটি রাষ্ট্র এভাবে চলতে পারে না, একটি সরকার এভাবে দায় এড়াতে পারে না।’
পাটোয়ারী দাবি জানান, সরকার যদি সত্যিই আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিশ্বাসী হয়, তবে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
তিনি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানালেও জাতীয় পার্টি কার্যালয়ে হামলার ঘটনায়ও অনুরূপ তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
শুক্রবার সন্ধ্যায় ফের দুষ্কৃতিকারীরা বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গণঅধিকার পরিষদের কর্মীরা শাহবাগে সংহতি সমাবেশ শেষে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে একটি মিছিল বের করে। তারা বিজয়নগরের দিকে অগ্রসর হলে জাতীয় পার্টির অভিযোগ, সেখান থেকেই হামলার সূত্রপাত ঘটে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কার্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির কারণে উত্তেজনা বিরাজ করছে। অতীতে জাতীয় পার্টির কার্যালয়ে একাধিকবার এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে