Views Bangladesh Logo

রাজধানীতে জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কার্যালয়ে শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছেন।

ঘটনার সময় অফিসটি তালাবদ্ধ থাকায় ভেতরে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড ও ওয়াটার ক্যানন ব্যবহার করে কাকরাইল এলাকা ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

এর আগে দুপুরে গণ অধিকার পরিষদের নেতারা পল্টনে এক সমাবেশ করেন। সেখানে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জবাবদিহিতা, তদন্ত কমিটি গঠন এবং ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। ওই কর্মসূচিতে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) ও এবি পার্টির নেতারাও যোগ দেন।

বিক্ষোভকারীরা ২ নম্বর গেট মোড়সহ বিভিন্ন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন ঘটান। এ সময় তারা টায়ার জ্বালিয়ে জাতীয় পার্টির বিরুদ্ধে স্লোগান দেন।

শুক্রবার রাতে বিজয়নগরে সংঘর্ষের সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এ আন্দোলন হয়। ওই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে নুর আহত হন।

এ ঘটনায় উত্তেজনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ